৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের আলটিমেটাম

প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
বিড়ি শিল্প রক্ষায় বাজেটে বিড়ির ওপর বৃদ্ধি করা ৪ টাকা মূল্য প্রত্যাহার, অগ্রিম আয়কর প্রত্যাহার, সপ্তাহে ৬ দিন কাজের নিশ্চয়তাসহ ৫ দফা দাবিতে আল্টিমেটাম দিয়েছে বিড়ি শ্রমিকরা। গতকাল জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে আলটিমেটাম দেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সংবাদ সম্মেলনে নারী শ্রমিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফেডারেশনের সভাপতি এমকে বাঙ্গালী বলেন, বিড়ি শিল্পকে ধ্বংস করার জন্য যা যা দরকার গেল বাজেটে সব করা হয়েছে। ৫ দফা দাবিতে দীর্ঘদিন সরকার, জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিলেও এখন পর্যন্ত কোনো দাবি মেনে নেওয়া হয়নি। দ্রম্নত এসব দাবি না মানলে রাস্তায় নামতে বাধ্য হব। লিখিত বক্তব্যে জানানো হয়, বাজেটে বিড়ির ওপর অতিরিক্তি শুল্কারোপের ফলে অনেক মালিকরা কারখানা বন্ধ করে দিচ্ছে। এতে দেশের লাখ লাখ বিড়ি শ্রমিক বেকার হয়ে পড়ছে। সমাজের অসহায় মানুষ তাদের একমাত্র কর্মসংস্থান হারিয়ে বেকার জীবনযাপন করছেন। তারা অভিযোগ করেন, বাজেটে নিম্নস্তরের সিগারেটের দাম মাত্র ২ টাকা বাড়ালেও প্রতি প্যাকেট বিড়িতে ৪ টাকা মূল্য বৃদ্ধি করা হয়েছে। আর মধ্যম স্তরের সিগারেটে কোনো ট্যাক্স বাড়েনি। ফলে বাজারে মূল্যবৈষম্য তৈরি হয়েছে। এতে বিদেশি সিগারেট কোম্পানি একচেটিয়া ব্যবসা করে এদেশ থেকে প্রচুর টাকা পাচার করছে। অন্যদিকে নকল বিড়িতে বাজার সয়লাব হয়ে যাচ্ছে। ফলে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। এসব বৈষম্য দূর করে দ্রম্নত বিড়ি শিল্পকে রক্ষা করার দাবি জানান তারা। আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হেরিক হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর এবং বিভিন্ন জেলা কমিটির নেতারা।