সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
দরপতনের একদিন পরেই ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে দেশের শেয়ারবাজার। বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার আভাস পাওয়া যায়। সেই সঙ্গে বড় অঙ্কের আভাসও মিলে। লেনদেনের শুরুতেই ডিএসইতে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। এতে লেনদেনের প্রথম ৩০ মিনিটেই ডিএসইর প্রধান সূচক ১৯ পয়েন্ট বেড়ে যায়। দিনের লেনদেনের শেষ পর্যন্ত ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে। ফলে লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৯১ পয়েন্টে উঠে এসেছে। প্রধান সূচকের পাশাপাশি বেড়েছে ডিএসইর অপর দুই সূচক। এর মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৭১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্‌ সূচক পাঁচ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩৭ পয়েন্টে অবস্থান করছে।