সরকারি কর্মচারী হাসপাতালকে ডেসকোর মাস্ক প্রদান

প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ঢাকা ইলেকট্রিক সাপস্নাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের পরিচালনা পর্ষদ কর্তৃক ডেসকোর সামাজিক দায়বদ্ধতার আওতায় কোভিড-১৯ সংক্রমিতদের চিকিৎসায় নিয়োজিত কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রি হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং সরকারি কর্মচারী হাসপাতালের ডাক্তার ও নার্সদের সুরক্ষার জন্য মাস্ক সরবরাহের সিদ্ধান্ত গৃহীত হয়। বর্ণিত সিদ্ধান্তের আলোকে সরকারি কর্মচারী হাসপাতাল এ সরবরাহের জন্য ডেসকোর পক্ষে বিদু্যৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুনের নিকট ৬০০টি মাস্ক হস্তান্তর করেন। মাস্ক হস্তান্তর অনুষ্ঠানে ডেসকো বোর্ডের চেয়ারম্যান মোছাম্মৎ মাকসুদা খাতুন, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কাওসার আমীর আলী, বিদু্যৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি