এবি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা

প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
এবি ব্যাংকের ৩৮তম বার্ষিক সাধারণ সভা গত বুধবার ২ সেপ্টেম্বর ডিজিটাল পস্ন্যাটফরমে অনুষ্ঠিত হয়। ওই সভায় ব্যাংকের শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ৫% স্টক ডিভিডেন্ড অনুমোদন করেন। এবি ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী ২ সেপ্টেম্বর থেকে ব্যাংকের লিস্টিং 'এ' ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। উলেস্নখ্য, গত ১২ এপ্রিল ২০২০ এবি ব্যাংক তার সফল ব্যাংকিং কার্যক্রমের ৩৮ বছর পূর্ণ করেছে। এ পরিক্রমায় ২০১৯ সালে ব্যাংকের নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২,২৮৪ কোটি টাকায় এবং ব্যাংকের মোট সম্পদ দাঁড়িয়েছে ৩৬,৫৫৭কোটি টাকায় যা পূর্ববর্তী বছরের তুলনায় ১৩.৩৩% বেশি। এবি ব্যাংকের চেয়ারম্যান মো. এ (রুমী) আলী ওই সভায় সভাপতিত্ব করেন। এ সময় ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল, পরিচালক ছাড়াও উলেস্নখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার এবং পৃষ্ঠপোষকরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি