লেনদেন কমলেও সূচক বেড়েছে ডিএসইতে

প্রকাশ | ০৪ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ কমলেও সবকটি মূল্য সূচক বেড়েছে। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের সঙ্গে লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী আভাস পাওয়া যায়। সেই সঙ্গে বড় অঙ্কের লেনদেনেরও আভাস মেলে। লেনদেনের শুরুতেই ডিএসইতে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। এতে লেনদেনের প্রথম ২৫ মিনিটেই ডিএসইর প্রধান সূচক লেনদেন কমলেও সূচক বেড়েছে ডিএসইতে৩৭ পয়েন্ট বেড়ে যায়। দিনের লেনদেনের শেষ পর্যন্ত সূচকের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে। ফলে লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯২৭ পয়েন্টে উঠে এসেছে। প্রধান সূচকের পাশাপাশি বেড়েছে ডিএসইর অপর দুই সূচক। এর মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্‌ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪১ পয়েন্টে অবস্থান করছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে অংশ নেওয়া ২২১ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১০৯টি এবং ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৯৩ কোটি ৮৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ২০১ কোটি ৩৫ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১০৭ কোটি ৪৭ লাখ টাকা।