আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ১৩ ভাগ লভ্যাংশ অনুমোদন

প্রকাশ | ০৪ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়ালি ডিজিটাল পস্নাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু সভাপতিত্ব করেন। সভায় ২০১৯ সালের সমাপ্ত বছরের জন্য ১৩ ভাগ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়। ভার্চুয়াল সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ আব্দুস সালাম, পরিচালক আলহাজ হাফেজ মো. এনায়েত উল্যা, আলহাজ সেলিম রহমান, আলহাজ মো. লিয়াকত আলী চৌধুরী, মো. আমির উদ্দিন পিপিএম, আলহাজ আব্দুল মালেক মোলস্না, আলহাজ মো. হারুন-অর-রশিদ খান, আলহাজ মো. আনোয়ার হোসেন, বদিউর রহমান, আলহাজ ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আলহাজ আহামেদুল হক, আলহাজ আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, আলহাজ নিয়াজ আহমেদ, আলহাজ মোহাম্মদ এমাদুর রহমান, মো. রফিকুল ইসলাম, এম কামালউদ্দিন চৌধুরী, মাহবুবুল আলম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী এবং বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন। কোম্পানি সচিব ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহ্‌মুদুর রহমান সভায় এজেন্ডা উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি