বিশ্ববাজারে বেড়েছে তামার দাম

করোনা-পরবর্তী চীনে তামার চাহিদা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে ধাতুটির দাম বাড়তে শুরু করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা

প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
বিশ্ববাজারে তামার দাম প্রায় আড়াই বছরের মধ্যে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রে ধাতুটির দাম ২৬ মাসের মধ্যে সর্বোচ্চে উন্নীত হয়েছে। করোনা-পরবর্তী সময়ে চীনে তামার চাহিদা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে ব্যবহারিক ধাতুটির দাম বাড়তে শুরু করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সর্বশেষ কার্যদিবসে নিউইয়র্কের কোমেক্সে প্রতি টন তামা ৬ হাজার ৭৫৭ ডলারে বিক্রি হয়েছে। ২০১৮ সালের জুনের পর এটাই নিউইয়র্কে তামার সর্বোচ্চ দাম। চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রজুড়ে করোনা সংক্রমণ ধরা পড়ার পর ব্যবহারিক ধাতুটির দরপতন দেখা দিয়েছিল। তবে এর পর থেকে এখন অবধি দেশটিতে তামার দাম ৫৮ শতাংশ বেড়েছে। ব্যবহারিক ধাতুটির মূল্যবৃদ্ধি সম্পর্কে লন্ডনভিত্তিক সিআরইউ গ্রম্নপের পণ্যবাজারবিষয়ক বিশ্লেষক হে তিয়ায়ু বলেন, আন্তর্জাতিক বাজারে তামার মূল্য নির্ধারণে চীন বরাবরই গুরুত্বপূর্ণ প্রভাবক। কারণ চীন বিশ্বের শীর্ষ তামা আমদানিকারক দেশ। তাই চীনের বাজারে চাহিদা ও আমদানিতে উত্থান-পতন ব্যবহারিক ধাতুটির মূল্য নির্ধারণে ভূমিকা রাখে। চলতি বছরের শুরুর দিকে করোনা মহামারিতে চীনা অর্থনীতির গতি শ্লথ হয়ে এসেছিল। ওই সময় চাহিদায় পতন দেখা দেওয়ায় তামার দরপতন ঘটেছিল। এখন চীনা অর্থনীতিতে গতি ফিরতে শুরু করেছে। করোনা সংক্রমণের লাগাম টানতে সক্ষম হয়েছে চীন। ফলে দেশটিতে বাড়ছে তামার চাহিদা। চীনা আমদানিকারকরাও তামা আমদানি বাড়িয়েছেন। মূলত এ কারণে আন্তর্জাতিক বাজারে ব্যবহারিক ধাতুটির দাম চাঙা হয়ে উঠেছে। উলেস্নখ্য, চলতি বছরের জুনে চীনে সব মিলিয়ে ৬ লাখ ৫৬ হাজার ৪৮৩ টন তামা আমদানি হয়েছিল। জুলাইয়ে তা আরও বেড়ে ৭ লাখ ৬২ হাজার ২১১ টনে উন্নীত হয়েছে, যা আগের মাসের তুলনায় ১৬ দশমিক ১ শতাংশ বেশি।