সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার কোটি টাকা

প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
পবিত্র আশুরা উপলক্ষে রোববার দেশের পুঁজিবাজার বন্ধ থাকায় বিদায়ী সপ্তাহে মোট চার কার্যদিবস লেনদেন হয়েছে। আর তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কেনাবেচা হয়েছে ৪ হাজার ২৩৯ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার ৬৩৩ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর আগের সপ্তাহের লেনদেন হয়েছিল ৪ হাজার ১৪৪ কোটি ২২ লাখ ১৩ হাজার ৩৮৪ টাকা, যা দৈনিক গড় লেনদেনে ১ হাজার ৫৯ কোটি টাকা। এর আগের সপ্তাহে লেনদেনে হয়েছিল ৮২৮ কোটি ৮৪ লাখ ৪২ হাজার টাকা। লেনদেন হওয়া ৩৬২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৮টির, কমেছে ১৫৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৬২টি প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দাম বেড়েছিল ১৮১টির, কমেছিল ১৫০টির আর অপরিবর্তিত ছিল ২৯টির প্রতিষ্ঠানের শেয়ারের। আলোচিত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক 'ডিএসইক্স' আগের সপ্তহের চেয়ে ৫৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য সূচকগুলোর মধ্যে 'ডিএসইএস' সূচক বেড়েছে ১১ পয়েন্ট। আর তাতে বিনিয়োগকারীদের মূলধন বেড়েছে ২ হাজার ৯৩১ কোটি ৫০ লাখ ৯৬ হাজার ৭৮০ টাকা। বর্তমান ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৭২ হাজার ৫৮৭ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ২৩৩ টাকায়। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে বাংলাদেশ ফাইনেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, সালভো কেমিক্যাল, বিডিকম অনলাইন, খান ব্রাদ্রার্স পিপি ওভেন বেগ, এবি ব্যাংক, আজিজ পাইপস, বে-লিজিং এবং হাক্কানী পাল লিমিটেড। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১১৫ কোটি ৯ লাখ ৫৩ হাজার টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৮টির, কমেছে ১০২টির আর অপবির্তিত রয়েছে ৩৮টির। আর তাতে সিএসইতে সূচক বেড়েছে ১৯৩ পয়েন্ট।