আগ্রহ হারানোর শীর্ষে বাংলাদেশ ওয়েল্ডিং

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
গত সপ্তাহে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় শীর্ষ স্থানটি দখল করেছে বাংলাদেশ ওয়েল্ডিং। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এদিকে দাম কমে যাওয়ার পরও বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কিনতে চাননি। এতে সপ্তাহজুড়ে কোম্পানিটির লেনদেন হয়েছে তিন কোটি ৩১ লাখ ৮৯ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ৮২ লাখ ৯৭ হাজার টাকা। অপরদিকে শেয়ারের দাম কমেছে ১০ দশমিক ৯৮ শতাংশ। টাকার অংকে প্রতিটি শেয়ারের দাম কমেছে ২ টাকা ৯০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ২৩ টাকা ৫০ পয়সা, যা তার আগের সপ্তাহ শেষে ছিল ২৬ টাকা ৪০ পয়সা। সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদ একসঙ্গে ২০১৮ ও ২০১৯ সালের সমাপ্ত বছরের লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। এর মধ্যে ২০১৮ সালের জন্য কোম্পানিটি কোনো ধরনের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর ২০১৯ সালের জন্য এক শতাংশ বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানিটির এর আগের লভ্যাংশের ইতিহাসও ভালো না।