সূচক বাড়লেও কমেছে লেনদেন

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে। তবে উভয় বাজারেই কমেছে লেনদেনের পরিমাণ। এ দিন লেনদেনের শুরুতে বাজারে ঊর্ধ্বমুখিতার আভাস থাকলেও দিন শেষে তা কমে যায়। লেনদেনের শুরুতেই ডিএসইতে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। এতে লেনদেনের প্রথম দেড় ঘণ্টাতেই ডিএসইর প্রধান সূচক ৩৩ পয়েন্ট বেড়ে যায়। লেনদেন ছাড়িয়ে যায় সাড়ে ৪০০ কোটি টাকা। কিন্তু এরপরই বেশ কিছু প্রতিষ্ঠানের দরপতন ঘটে। ফলে সূচকের বড় উত্থান আটকে যায়। সেই সঙ্গে কমে যায় লেনদেনের গতিও। এরপরও ডিএসইতে হাজার কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। দিনের লেনদেনের শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪৮ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় এক পয়েন্ট বেড়ে এক হাজার ৭১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৭৮ পয়েন্ট কমে এক হাজার ১৪১ পয়েন্টে অবস্থান করছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে অংশ নেওয়া ১৭৫টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৪১টি এবং ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে এক হাজার ২৫ কোটি ৯৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় এক হাজার ৯৩ কোটি ৮৮ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৬৭ কোটি ৮৯ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার। কোম্পানিটির ৬১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৫৭ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৩ কোটি ৩৫ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বেক্সিমকো, ডেল্টা ব্র্যাক হাউজিং, লংকাবাংলা ফাইন্যান্স, ড্রাগন সোয়েটার, লাফার্জহোলসিম বাংলাদেশ, বিডি ফাইন্যান্স এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৩টির এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে।