এনআরবি ব্যাংক ও জেনেটিকা ইন্ডাস্ট্রিজের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
এনআরবি ব্যাংকের প্রধান কার্যালয়ে সোমবার এনআরবি ব্যাংক লিমিটেডের সঙ্গে জেনেটিকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) মামুন মাহমুদ শাহ এবং জেনেটিকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশমিতা ইরাদ আলী ওই অনুষ্ঠানে 'এজেন্ট ব্যাংকিংবিষয়ক' ডকুমেন্ট হস্তান্তর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনআরবি ব্যাংক লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন এজেন্ট ব্যাংকিং ও ফরেন রেমিট্যান্স বিভাগের প্রধান মিল্টন রায় এবং জেনেটিকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশমিতা ইরাদ আলী। চুক্তি অনুযায়ী জেনেটিকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড এনআরবি ব্যাংক লিমিটেডের মাস্টার এজেন্ট হিসেবে দেশব্যাপী তাদের ১৫০০ ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদান করবে। এ সময় ব্যাংকের হেড অব আইটি অ্যান্ড এডিসি আবু মো. সাব্বির হাসান চৌধুরী এবং জেনেটিকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার ইরাদ আলী, হেড অব সেল্‌স অ্যান্ড মার্কেটিং মো. মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি