'তথ্য আড়ালে' ডিএসই মোবাইল অ্যাপে সাড়া নেই!

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
বেশ ঘটা করেই ২০১৬ সালের ৯ মার্চ 'ডিএসই মোবাইল' নামে একটি অ্যান্ড্রয়েডভিত্তিক অ্যাপিস্নকেশন চালু করে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এরপর একে একে চার বছর কেটে গেলেও অ্যাপটি ব্যবহারে বিনিয়োগকারীদের তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। মাত্র এক শতাংশের মতো বিনিয়োগকারী বর্তমানে অ্যাপটি ব্যবহার করছেন। সূত্র : জাগো নিউজ বাজারসংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তিগত উন্নয়নের লক্ষ্যে ডিএসই মোবাইল অ্যাপ চালু করা হয়। অ্যাপটি ব্যবহারে বিনিয়োগকারীরা বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন। এটি ব্যবহারে বাড়তি ফি দিতে হয় না। যখন খুশি তখন নিজের পোর্টফোলিও দেখা যায়। শেয়ার ক্রয় বা বিক্রির সঙ্গে সঙ্গে ম্যাসেজ পাওয়া যায়। নানা সুবিধার পরও সচেতনতার অভাবে অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা খুবই সামান্য বলে অভিমত তাদের। এছাড়া কিছু ব্রোকারেজ হাউজ ইচ্ছা করেই বিনিয়োগকারীদের অ্যাপ ব্যবহারে আগ্রহী করেন না। বিনিয়োগকারীদের কাছ থেকে বিভিন্ন তথ্য আড়ালের জন্য তারা এমনটি করেন বলে একাধিক ব্রোকারেজ হাউসের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন। এ বিষয়ে ডিএসই'র এক সদস্য নাম প্রকাশ না করে বলেন, কোনো কোনো ব্রোকারেজ হাউজ গোপনে গ্রাহকের বিও অ্যাকাউন্টের শেয়ার বিক্রি করে দেন। বিনিয়োগকারীরা মোবাইল অ্যাপ ব্যবহার করলে হাউসগুলো এই সুযোগ পাবে না।