সিইও নিয়োগে ৬ বিমাকে তিন মাসের আলটিমেটাম

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
ছয়টি জীবন বিমা কোম্পানিকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়ার জন্য ৩ মাসের আলটিমেটাম দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ সময়ের মধ্যে সিইও নিয়োগে ব্যর্থ হলে কোম্পানিগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইডিআরএ। কোম্পানিগুলো হলো- গোল্ডেন লাইফ ইন্সু্যরেন্স, সানলাইফ ইন্সু্যরেন্স, আলফা ইসলামী লাইফ ইন্সু্যরেন্স, যমুনা লাইফ ইন্সু্যরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সু্যরেন্স এবং চার্টার্ড লাইফ ইন্সু্যরেন্স। এর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত সানলাইফে সিইও নেই চলতি বছরের জুন থেকে। অনিয়মের ডুবতে বসা গোল্ডেন লাইফের সিইও নেই চলতি বছরের জানুয়ারি থেকে। আলফা ইসলামী লাইফে সিইও নেই ২০১৯ সালের আগস্ট থেকে। চলতি বছরের মার্চ থেকে সিইও নেই ট্রাস্ট ইসলামী লাইফে। চলতি বছরের এপ্রিল থেকে সিইও নেই যমুনা লাইফে। আর ২০১৩ সালের জুলাই মাসে অনুমোদন পাওয়ার পর থেকেই মূখ্য নির্বাহী কর্মকর্তা ছাড়া ছলছে চার্টার্ড লাইফ ইন্সু্যরেন্স। সম্প্রতি কোম্পানিটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম জিয়াউল হককে মূখ্য নির্বাহী কর্মকর্তা করতে আবেদন করা হলেও আইডিআরএ তা অনুমোদন করেনি। শুধু এই ৬ কোম্পানি নয়, সিইও ছাড়াই চলছে আরও ১০টি জীবন বিমা কোম্পানি। এগুলো হল- সানফ্লাওয়ার লাইফ ইন্সু্যরেন্স, এনআরবি গেস্নাবাল লাইফ ইন্সু্যরেন্স, প্রটেক্টিভ ইসলামী লাইফ ইন্সু্যরেন্স, স্বদেশ লাইফ ইন্সু্যরেন্স, সোনালী লাইফ ইন্সু্যরেন্স, বেস্ট লাইফ ইন্সু্যরেন্স, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সু্যরেন্স এবং আস্থা লাইফ ইন্সু্যরেন্স। এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে গত ২২ আগস্ট 'সিইও সংকটে বিমা খাত!' শিনোনামে জাগো নিউজে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়। জাগো নিউজে ওই প্রতিবেদন প্রকাশ হওয়ার পর এখন ৬টি কোম্পানিকে সিইও নিয়োগে আলটিমেটাম দিল বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা। এদিকে মাসের পর মাস সিইও পদ খালি রাখা হলেও মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা-২০১২ অনুযায়ী, বিমা কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তার পদ ৩ মাসের বেশি খালি রাখা যাবে না।