ওয়ান ব্যাংকের ২১তম বার্ষিক সাধারণ সভা

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
কোভিড-১৯ মহামারির কারণে ওয়ান ব্যাংক লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল পস্নাটফর্মে ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান অশোক দাশ গুপ্ত। বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের শেয়ারহোল্ডার এবং পরিচালনা পর্ষদের সদস্যরা যোগদান করে। এবারের বার্ষিক সাধারণ সভায় ব্যাংক ৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করে। ওয়ান ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান জহুর উলস্নাহ্‌, পরিচালক এ. এস. এম. শহীদুলস্নাহ্‌ খান, শওকত জামান, সালাহউদ্দিন আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক এম. ফখরুল আলম এবং কোম্পানি সেক্রেটারি জন সরকারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। পরিচালকদ্বয় কাজী রুকুনউদ্দীন আহমেদ ও সৈয়দ নুরুল আমিন চট্টগ্রাম থেকে ডিজিটাল পস্নাটফর্মের মাধ্যমে সভায় যোগদান করেন। এছাড়াও উলেস্নখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার ডিজিটাল পস্নাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি