চীনে আবার কাঁকড়া কুঁচিয়া রপ্তানি চালুর দাবি

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
কাঁকড়া ও কুঁচিয়া চীনের বাজারে পুনরায় রপ্তানি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এ খাতের উৎপাদনকারী, সরবরাহকারী ও রপ্তানিকারকরা। বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানির এ খাতটি বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন খাত-সংশ্লিষ্টরা। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানান উদ্যোক্তারা ও খাত-সংশ্লিষ্টরা। মানববন্ধনে বলা হয়, কাঁকড়া ও কুঁচিয়া খাতে উৎপাদন, সরবরাহ, পরিবহণ ও রপ্তানি-সংশ্লিষ্ট কাজে দেশের প্রায় এক কোটি মানুষ জড়িত। কিন্তু গত ২৬ জুন থেকে চীনের বাজারে কাঁকড়া ও কুঁচিয়া রপ্তানি বন্ধ আছে। রপ্তানি বন্ধ থাকায় সবাই কর্মহীন হয়ে পড়েছেন। বক্তারা বলেন, পণ্যটির ৯০ শতাংশ চীন-নির্ভর। গত অর্থবছরে শতভাগ অপ্রচলিত এই পণ্য থেকে সরকার প্রায় ১৫০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করে। তবে রপ্তানি বন্ধ থাকায় তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এই পণ্যটির ৯০ শতাংশ চায়নানির্ভর। সুতরাং চীনে রপ্তানি বন্ধ থাকায় আমাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। ব্যাংক, এনজিও ও ব্যক্তিগত ঋণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এ খাত সংশ্লিষ্টদের জীবন। এমতাবস্থায় পুনরায় রপ্তানি চালুর পাশাপাশি ব্যাংক ও এনজিওর ঋণ মওকুফের দাবি জানিয়েছেন খাত-সংশ্লিষ্টরা। শাহ সুজা মিলস্নাতের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন শওকত আলী মামা, ভজন কুমার সাহা, সিহাব উদ্দিন সিহাব, রুমেল সরকার, গোপাল বিশ্বাস প্রমুখ।