বঙ্গজের মুনাফা কমে চারভাগের একভাগ

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
পুঁজিবাজারে তালিকভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বঙ্গজ লিমিটেডের মুনাফায় ধস নেমেছে। সর্বশেষ বছরের তিন প্রান্তিকে কোম্পানির মুনাফা কমে চার ভাগের একভাগে নেমেছে। তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদে ওই প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। সর্বশেষ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি ২০-মার্চ ২০) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩ পয়সা। অন্যদিকে আলোচিত বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই ১৯-মার্চ ২০) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৭ পয়সা। এর আগের বছরের একই সময়ে আয় ছিল ৩ টাকা ১১ পয়সা। আলোচিত সময়ে বঙ্গজের শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ঋণাত্মক ১ টাকা ৩ পয়সা। ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৫৬ পয়সা।