ঘুরে দাঁড়াচ্ছে যুক্তরাজ্যের অর্থনীতি

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
মাসিক হিসাবে জুলাইয়ে যুক্তরাজ্যের অর্থনীতির প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৬ শতাংশ। তবে মাসটিতে এ প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ হবে বলে রয়টার্সের এক জরিপে পূর্বাভাস দিয়েছিলেন অর্থনীতিবিদরা। এর আগে জুন ও মে মাসে দেশটির জিডিপির (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি হয়েছিল যথাক্রমে ৮ দশমিক ৭ ও ২ দশমিক ৪ শতাংশ। এর আগে বৈশ্বিক মহামারির প্রভাবে এপ্রিলে যুক্তরাজ্যের জিডিপির পতন হয় রেকর্ড ২০ শতাংশ। তবে পরপর কয়েক মাসের এ প্রবৃদ্ধি অর্থনীতিবিদদের আশান্বিত করছে। খবর সিএনবিসি। গতকাল অফিস ফর ন্যাশনাল স্টাটিস্টিকসের (ওএনএস) প্রকাশিত উপাত্ত অনুযায়ী, এ প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৭ শতাংশ কম। ওএনএসের ইকোনমিক স্ট্যাটিস্টিকসের পরিচালক ড্যারেন মরগান এক বিবৃতিতে বলেন, যুক্তরাজ্যের অর্থনীতি অব্যাহতভাবে পুনরুদ্ধারের পথে এগিয়ে যাচ্ছে। তবে এক্ষেত্রে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। কারণ মহামারির সংক্রমণের পর থেকে দেশটি তার জিডিপির অর্ধেকেরও বেশি হারিয়েছে। ক্যাপিটাল ইকোনমিকসের যুক্তরাজ্যের অর্থনীতিবিদ থমাস পাঘ বলেছেন, জুলাইয়ে জিডিপির প্রবৃদ্ধি এর আগের মাসের তুলনায় কিছুটা কমেছে।