সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানির বার্ষিক সাধারণ সভা

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
গত ১২ সেপ্টেম্বর ডিজিটাল পস্নাটফর্মে অনুষ্ঠিত ৩৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সাবিনকো (সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড) ২১০ মিলিয়ন টাকা নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে সাবিনকোর পরিচালনগত অবস্থা, হিসাব এবং বিনিয়োগ পর্যালোচনা করা হয়। সাবিনকো একটি যৌথ অংশীদারিভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান, যার মালিকানা সমভাবে বাংলাদেশ এবং সৌদি সরকারের। কোম্পানির চেয়ারম্যান আহমেদ এম আল-গান্নাম সভায় সভাপতিত্ব করেন। সভায় উলেস্নখ করা হয়, ২০১৯ সালে কোম্পানি ৩৩৭.৯৫ মিলিয়ন টাকা নিট মুনাফা অর্জন করে। মো. জাফর ইকবাল, অতিরিক্ত সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার এবং সুলতান আব্দুলরউফ, পরিচালক, সাবিনকো, সৌদি আরব সরকার সভায় নিজ নিজ শেয়ারহোল্ডারদের প্রতিনিধিত্ব করেন। সভায় উপস্থিত সাবিনকো পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন-বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত পরিচালকবৃন্দ- আব্দুর রউফ তালুকদার, সচিব, অর্থ বিভাগ (ডেপুটি চেয়ারম্যান), ফাতিমা ইয়াসমিন, সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং মোহাম্মদ সালাহ উদ্দিন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (যুগ্ম সচিব) এবং সৌদি সরকার কর্তৃক মনোনীত পরিচালকবৃন্দ- সুলতান আব্দুলরউফ এবং মোহাম্মদ এইচ আল সোহেল। সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) আহমেদ এহসানুল করিম এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি