সয়াবিন সংকটে চীন

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
বাণিজ্য যুদ্ধের প্রভাবে চীনে সয়াবিনের সংকট দেখা দিয়েছে। চীনের একটি পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কারখানায় ট্রাক থেকে সয়াবিন খালাস করতে দেখা যাচ্ছে। চীন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানিতে ২৫ শতাংশ শুল্কারোপের আগে বাষির্ক ১২ বিলিয়ন ডলারের সয়াবিন আমদানি করত। চীন বিশ্বের সবোর্চ্চ সয়াবিন আমদানিকারক দেশ। তারা এগুলো দিয়ে শূকর এবং মুরগির খাবার তৈরি করে থাকে। নতুন শুল্কারপের কারণে সয়াবিনের অস্বাভাবিক দাম বেড়েছে। যার প্রভাব পড়েছে চীনের পশু ও পাখির খাদ্যের দামে। সিএনএন