বস্নক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার বস্নক মার্কেটে মোট ২২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৩ লাখ ৬৯ হাজার ৩১১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২ কোটি ৪ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। রোববার বস্নক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ট্রাস্ট ব্যাংকে শেয়ার। কোম্পানিটি ৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এসকে ট্রিমস ১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ইউনাইটেড পাওয়ার ১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। বস্নকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচু্যয়াল ফান্ড, অ্যাপোলো ইস্পাত, বারাকা পাওয়ার, বিডি ফিন্যান্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, সিটি ব্যাংক, ইস্টার্ন ইন্সু্যরেন্স, জিকিউ বলপেন, এম.এল ডাইং, ওরিয়ন ফার্মা, পাইওনিয়র ইন্সু্যরেন্স, পপুলার লাইফ মিউচু্যয়াল ফান্ড ওয়ান, প্রভাতী ইন্সু্যরেন্স, কাশেম ইন্ডাস্ট্রিজ, রানার অটো, সী পার্ল, স্ট্যান্ডার্ড ইন্সু্যরেন্স ও সামিট পাওয়ার।