দরপতনের শীর্ষে হাক্কানি পাল্প

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে হাক্কানি পাল্প লিমিটেড। গতকাল কোম্পানিটির দর ৫ টাকা ৬০ পয়সা বা ৪.৯৪ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। রোববার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩ হাজার ২২৬ বারে ১১ লাখ ২৯ হাজার ৮৬২টি শেয়ার লেনদেন করেছে, যার বাজার মূল্য ১২ কোটি ৭৪ লাখ টাকা। লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দুলামিয়া কটন স্পিনিং মিলস। এদিন কোম্পানিটির দর ৬ টাকা ৫০ পয়সা বা ৬.৫৫ শতাংশ কমেছে। ইউনিটটি সর্বশেষ ৯২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিএপিএম বিডিবিএল মিউচু্যয়াল ফান্ড, আনোয়ার গ্যালভানাইজিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, বঙ্গজ, জিপিএইচ ইস্পাত, প্রগতি লাইফ ইন্সু্যরেন্স, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস ও ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড।