logo
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০ ৮ আশ্বিন ১৪২৭

  অনলাইন ডেস্ক    ১৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০  

জার্মান ব্যাংক, এলবিবিডবিস্নউর সঙ্গে অংশীদারিত্বে প্রাইম ব্যাংক

জার্মান ব্যাংক, এলবিবিডবিস্নউর সঙ্গে অংশীদারিত্বে প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক সম্প্রতি জার্মানি ও সুইজারল্যান্ডের বিখ্যাত আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশের শীর্ষস্থানীয় গ্রম্নপ, সিটি গ্রম্নপের জন্য ইসিএ ফরেন কারেন্সি টার্ম লোন প্রদানের চুক্তি করেছে। এটি প্রাইম ব্যাংকের জন্য প্রথম কোনো ইসিএ ফরেন কারেন্সি টার্ম লোন চুক্তি। দেশের সর্বাধুনিক লবণ তৈরির কারখানা স্থাপনে বৈদেশিক মুদ্রায় এই অর্থায়ন করছে প্রাইম ব্যাংক। সিটি গ্রম্নপের অঙ্গ, ঢাকা সল্ট অ্যান্ড কেমিক্যালস লিমিটেড, হোসেনদী ইকোনমিক জোনে সর্বাধুনিক ফ্লো প্রবাহিত আয়োডিনযুক্ত লবণ উৎপাদন প্রকল্প স্থাপন করবে। বাংলাদেশে এটিই প্রথম কোনো শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সিটি গ্রম্নপের ইসিএ-এর আওতাভুক্ত লেনদেন। অ্যারেঞ্জার হিসাবে প্রাইম ব্যাংক লিমিটেড, ঢাকা সল্ট অ্যান্ড কেমিক্যালস লিমিটেডকে ইসিএ-এর আওতায় টার্ম লোন প্রদানের জন্য জার্মানির ল্যান্ডেস ব্যাংক বেডেন-ওয়ার্টেমবার্গের (এলবিবিডবিস্নউ) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিতে সুইজারল্যান্ডের সুইস এক্সপোর্ট রিস্ক ইন্সু্যরেন্স, জুরিখ, (এসইআরভি) এক্সপোর্ট ক্রেডিট এজেন্সির (ইসিএ) ভূমিকা পালন করেছে। প্রথমবারের মতো প্রদানকৃত ইসিএ ফরেন কারেন্সি টার্ম লোন প্রাইম ব্যাংকের হোলসেল ব্যাংকিং প্রোডাক্ট ও সার্ভিসকে আরও বিস্তৃত করেছে। ৯ সেপ্টেম্বর প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ এবং এলবিবিডবিস্নউর এশিয়া প্যাসিফিক অঞ্চলের রিজিওনাল হেড ও ম্যানেজিং ডিরেক্টর জেনস রুয়েববার্ট ভার্চুয়াল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরকালে ঢাকা সল্ট অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি গ্রম্নপের (এৎড়ঁঢ়) চেয়ারম্যান ফজলুর রহমান এবং সিটি গ্রম্নপের (এৎড়ঁঢ়) পরিচালক মো. হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ফয়সাল রহমান, হেড অব স্ট্রাকচার্ড ফাইন্যান্স শামস আবদুলস্নাহ মুহাইমিন, টিম হেড অব সিএনআইবি শাহবাজ তালাত এবং এশিয়া প্যাসিফিকের হেড অব এক্সপোর্ট ফাইন্যান্স মার্ক শ্ল্যাটার, সুইস করপোরেটস কভারেজ, এক্সপোর্ট ফাইন্যান্স ক্রিস্টিনা লুটজ, বাংলাদেশ মার্কেট কভারেজ, এক্সপোর্ট ফাইন্যান্স, এলবিবিডবিস্নউ মার্ক অ্যাডেমোভিটস অনুষ্ঠানে অংশ নেন। বিজ্ঞপ্তি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে