ইউনিয়ন ইন্সু্যরেন্সের অগ্নীবীমা দাবির চেক হস্তান্তর

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ইউনিয়ন ইন্সু্যরেন্স কো. লি.-এর বীমাগ্রহীতা 'ইকো কটন মিলস্‌ লি:'-এর ১,৬০,০০,০০০/- (এক কোটি ষাট লক্ষ) টাকার অগ্নীবীমা দাবির চেক বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সভাকক্ষে হস্তান্তর করা হয়। বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিআরএ-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেন, এফসিএ। ইউনিয়ন ইন্সু্যরেন্স কো. লি.-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মো. জাকারিয়া হোসেন। চেকটি ইকো কটন মিলস্‌ লি.-এর ডিরেক্টর-অপারেশন এস. এ. জামিলের নিকট হস্তান্তর করেন। এ সময় আইডিআরএ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি