ওয়ার্ল্ড বিজন্সে অ্যাঞ্জেলস ইনভেস্টমেন্ট ফোরামের 'ইন্টারন্যাশনাল পার্টনার' ড্যাফোডিলের কে এম হাসান রিপন

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কাবুল মোহাম্মদ হাসানকে (কে এম হাসান রিপন) বাংলাদেশের ইন্টারন্যাশনাল পার্টনার হিসেবে নিয়োগ দিয়েছে ওয়ার্ল্ড বিজনেস অ্যাঞ্জেলস ইনভেস্টমেন্ট ফোরাম (ডবিস্নউবিএএফ)। ডবিস্নউবিএএফ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই নিয়োগ প্রাপ্তির ফলে কে এম হাসান রিপন এখন থেকে ওয়ার্ল্ড বিজনেস অ্যাঞ্জেলস ফোরামের গ্র্যান্ড অ্যাসেমবিস্নতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এর মাধ্যমে বৈশ্বিক পরিসরে বাংলাদেশের স্টার্টআপ ব্যবসার বিভিন্ন সুযোগ-সুবিধার দ্বার উন্মোচিত হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। বাংলাদেশ এখন থেকে বিশ্বের সবচেয়ে বড় ইকুইটি ইনভেস্টমেন্ট মার্কেট ফোরামের সঙ্গে যুক্ত হলো। এর ফলে বাংলাদেশের স্থানীয় বিনিয়োগকারী, ইনকিউবেশন সেন্টার, এক্সেলেটর্স, প্রাইভেট ইকুইটি ফান্ড, কো-ইনভেস্টমেন্ট ফান্ড, টেকনোলজি পার্ক, করপোরেট ভেঞ্চার এবং সম্ভাবনাময় উদ্যোক্তারা ব্যবসা ক্ষেত্রের আন্তর্জাতিক পর্যায়ের নেতাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবেন। বিজ্ঞপ্তি