আগস্টে চীনের খুচরা বিক্রি বেড়েছে

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
নভেল করোনাভাইরাস মহামারি শুরুর পর এই প্রথম খুচরা বিক্রি বাড়ল চীনের। অভ্যন্তরীণ ব্যয় বৃদ্ধির লক্ষ্যে সরকার গৃহীত পরিকল্পনা কার্যকরে ভোক্তাব্যয় বৃদ্ধিতে এ প্রভাব পড়েছে বলে মঙ্গলবার প্রকাশিত উপাত্তে উঠে এসেছে। খবর এএফপি। কভিড-১৯ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ভোক্তাব্যয়ে শ্লথগতি বিরাজ করছিল। কারণ বৈশ্বিক অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে ক্রেতারা কেনাকাটায় খুবই হিসেবি ছিল। বস্নমবার্গ পরিচালিত জরিপে দেখা গেছে, গত আগস্টে চীনের খুচরা ব্যয় শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে। পূর্ববর্তী মাসের ১ দশমিক ১ শতাংশ পতনের তুলনায় এটা বেশ ইতিবাচক উপাত্ত। উলেস্নখ্য, জানুয়ারি ও ফেব্রম্নয়ারিতে চীনের খুচরা ব্যয় সংকুচিত হয়েছিল ২০ দশমিক ৫ শতাংশ। ভোক্তাব্যয় বৃদ্ধিতে শপিং উৎসব ও ভাউচার প্রদানসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বেইজিং। চীনের প্রধান বাণিজ্য অংশীদারগুলো কোভিড-১৯ নিয়ন্ত্রণে হিমশিম খাওয়ায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিটির রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে অভ্যন্তরীণ বাজার চাঙ্গা করার চেষ্টা করছে দেশটি। খুচরা খাত থেকে দ্রম্নত আরোগ্য লাভ করা শিল্প উৎপাদনও গত মাসে বেড়েছে। গত বছরের একই মাসের তুলনায় চীনের শিল্প উৎপাদন বেড়েছে ৫ দশমিক ৬ শতাংশ, যা অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে বেশি। জুলাইয়ে এ খাতে প্রবৃদ্ধি হয়েছিল ৪ দশমিক ৮ শতাংশ। চীনের আরেকটি উদ্বেগের বিষয় শহুরে বেকারত্ব আগস্টে কমে ৫ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে।