রানার অটোমোবাইলস ভালুকায় বাজাজ থ্রি হুইলারের কারখানা স্থাপন করতে যাচ্ছে

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ঢাকা ও চিটাগাং স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত মোটরসাইকেল উৎপাদন, বিপণন ও রপ্তানিতে নিযুক্ত কোম্পানি রানার অটোমাবাইলস লিমিটেড অতি সম্প্রতি বাজাজ অটো লিমিটেড, যার প্রধান কার্যালয় আকুর্দি, পুনে, ভারত, এর সাথে বাংলাদেশ বাজাজ জঊ-৪ঝ থ্রি হুইলার উৎপাদন ও ডিস্ট্রিবিউশনের জন্য এক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে বাজাজ অটো লিমিটেড রানার অটোমোবাইলসকে জঊ-৪ঝ থ্রি হুইলার সংযোজন উৎপাদন এবং যন্ত্রাংশ ও উপাদানগুলোর স্থানীয়করণের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করবে। এর মাধ্যমে বাংলাদেশ প্রথম কোনো আন্তর্জাতিক থ্রি হুইলার ব্যান্ডের কারখানা তৈরি ও উৎপাদন হতে যাচ্ছে। এক্ষেত্রে রানার অটোমোবাইলস প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে, যার একটি অংশ আইপিওর মাধ্যমে উত্তোলিত টাকা থেকে অর্থায়ন করা হবে। নতুন উৎপাদন কারখানাটি ভালুকা, ময়মনসিংহে প্রতিষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি