মূল বাজারে ফিরতেই মুন্নু সিরামিকের বিক্রেতা উধাও

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
এক বছরের বেশি সময় পর স্পট মার্কেট থেকে মূল বাজারে ফিরে এসেছে মুন্নু সিরামিক। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে বৃহস্পতিবার কোম্পানিটিকে মূল বাজারে ফিরিয়ে এনেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। স্পট মার্কেট থেকে মূল বাজারে ফিরেই দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে সিরামিক খাতের কোম্পানিটি। দফায় দফায় দাম বেড়ে কোম্পানিটির শেয়ার দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে। এরপরও যাদের কাছে কোম্পানিটির শেয়ার আছে তারা বিক্রি করতে চাচ্ছেন না। ফলে ক্রেতা থাকলেও বিক্রেতা উধাও হয়ে গেছে। এর আগে গত বছরের জুলাই মাসে মুন্নু সিরামিকের শেয়ারের দাম ছিল ১৩০ টাকা। যা দফায় দফায় বেড়ে সেপ্টেম্বরে ২৩৮ টাকা পর্যন্ত উঠে। এমন অস্বাভাবিক দাম বাড়ার কারণে গত বছরের ১২ সেপ্টেম্বর কোম্পানিটিকে মূল বাজার থেকে সাসপেন্ড করে স্পট মার্কেটে নিয়ে যায় নিয়ন্ত্রক সংস্থা।