ডিজিটাল পস্নাটফর্মে শাহ্‌জালাল ইসলামীর কর্মশালার আয়োজন

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
শাহ্‌জালাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি ডিজিটাল পস্নাটফর্মে ুচৎবাবহঃরড়হ ড়ভ গখ/ঞঋ, ঞৎধফব ইধংবফ গড়হবু খধঁহফবৎরহম ধহফ ঈৎবফরঃ ইধপশবফ গড়হবু খধঁহফবৎরহমচ্-এর ওপর কর্মশালার আয়োজন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এম. শহীদুল ইসলাম ডিজিটাল পস্নাটফর্মে অনুষ্ঠিত উক্ত কর্মশালায়প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাছাড়া ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ঈঅগখঈঙ) এম. আখতার হোসেন সম্মেলনে সেশন চেয়ারপারসন হিসেবে উপস্থিত থেকে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকান্ডে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে সচেতনা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। ডিজিটাল পস্নাটফর্মে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় ব্যাংকের শাখা ও প্রধান কার্যালয় থেকে ২৯০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজিত উক্ত কর্মশালায় আলোচকবৃন্দ মানি লন্ডারিং এবং সন্ত্রাসী কর্মকান্ডে অর্থায়ন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিজ্ঞপ্তি