মার্কেন্টাইল ব্যাংক ও প্রিমাডলার চুক্তি

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং প্রিমাডলারের মধ্যে একটি সমঝোতা চুক্তি ২১ সেপ্টেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্পাদিত হয়। এই সমঝোতা চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের গ্রাহক যারা ওপেন একাউন্ট ট্রেডের মাধ্যমে রপ্তানি করে থাকেন তাদের ফিনটেকভিত্তিক এক্সপোর্ট ফ্যাক্টরিং সেবা প্রদান করা সম্ভব হবে। ফলে ব্যাংকের রপ্তানিকারক গ্রাহকবৃন্দ তাদের বিলম্বিত মূল্য পরিশোধ চুক্তির অধীনে রপ্তানিকৃত পণ্যের মূল্যের ৯৫ শতাংশ পর্যন্ত ক্যাশ ভিত্তিতে প্রিমাডলার-এর নিকট থেকে গ্রহনযোগ্য হবেন। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহম্মদ এবং প্রিমাডলার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মুনাওয়ার উদ্দীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তি