করোনা মহামারিতে বেপজার ৫৬.৩৩ মিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বিশ্বব্যাপী করোনা মহামারির মধ্যেও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) সাতটি কোম্পানির সাথে ৫৬.৩৩ মিলিয়ন মার্কিন ডলারের নতুন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন- চীন, দক্ষিণ কোরিয়া ও শ্রীলংকার পাঁচটি এবং স্বাগতিক বাংলাদেশের দু'টি প্রতিষ্ঠান রয়েছে। করোনা মহামারির কারণে পুরো বিশ্ব বর্তমানে প্রায় স্থবির হয়ে পড়েছে। এসময় বেপজা সামাজিক দূরত্ব মেনে ইপিজেডের উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি দেশের অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। বেপজা মহামারীর শুরু থেকে ইপিজেডের প্রতিষ্ঠানসমূহকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দিয়েছে এবং মনিটর করেছে। ইপিজেড শ্রম আইন কঠোরভাবে মানার পাশাপাশি অবৈধভাবে শ্রমিক ছাঁটাই না করেই শ্রমিকদের নিয়মিত মজুরি, বোনাস, বকেয়া এবং অন্যান্য সুবিধাদি প্রদানও নিশ্চিত করেছে। বেপজার দিকনির্দেশনার আলোকে ইপিজেডের শিল্প প্রতিষ্ঠানগুলো এ সময়ে স্বাস্থ্য সুরক্ষা, হাত ধোয়া ও জীবাণুমুক্তকরণ, মেডিকেল সুবিধা, কারখানায় জীবাণুমুক্তকরণ টানেল, জোনের অভ্যন্তরে চলাচল সীমিতকরণ এবং শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করেছে। কিছু শিল্পপ্রতিষ্ঠান সাধারণ পণ্য উৎপাদনের পাশাপাশি সময়ের প্রয়োজনে পূর্ণ নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) উৎপাদন করে। এসব স্বাস্থ্য সুরক্ষা পণ্য দেশে ব্যবহৃত হয় এবং বিদেশেও রপ্তানি করা হয়। উলেস্নখ্য, জানুয়ারি-আগস্ট, ২০২০ সময়ে বেপজাধীন দেশের ৮টি ইপিজেডের চালু শিল্প প্রতিষ্ঠানসমূহ ৩,৯১৩.১৪ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য রপ্তানি করেছে। এসময়ে প্রতিষ্ঠানসমূহে প্রকৃত বিনিয়োগ এসেছে ১৬৯.৯১ মিলিয়ন মার্কিন ডলার। বিজ্ঞপ্তি