বাংলাদেশের শিল্পোন্নয়নে বেপজার প্রশংসা করল ইতালি

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশে নিযুক্ত ইতালির মান্যবর রাষ্ট্রদূত জনাব এনরিকো নানজিয়াতা বাংলাদেশের শিল্প, অর্থনীতিসহ সামগ্রিক উন্নয়নে বেপজার ভূমিকার প্রশংসা করেছেন। ভবিষ্যতে বেপজার সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ইপিজেডে ইতালীয় বিনিয়োগকারীগণ আরো বিনিয়োগ করতে উৎসাহিত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ২৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে ঢাকায় বেপজা কমপেস্নক্স পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। নির্বাহী চেয়ারম্যান এবং রাষ্ট্রদূত ইতালীয় বিনিয়োগকারীদের ব্যবসা পরিচালনা ও নীতি নির্ধারণী কিছু বিষয় নিয়ে আলোচনা করেন। উলেস্নখ্য, সম্প্রতি বৈশ্বিক মহামারীর ফলে সৃষ্ট ব্যবসায়িক মন্দা ও অর্থনৈতিক বিপর্যয়ে ইপিজেডের একটি ইতালীয় কারখানায় শ্রমিকদের বেতন ভাতাদি পরিশোধে জটিলতা সৃষ্টি হয়েছে। এই উদ্ভূত সমস্যা নিরসনকল্পে বেপজা ও ইতালীয় রাষ্ট্রদূতের মধ্যে ফলপ্রসূ আলোচনা সম্পন্ন হয়। অন্যান্যের মধ্যে, বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মাহমুদুল হোসাইন খান, মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, মহাব্যবস্থাপক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম এবং মহাব্যবস্থাপক (ঢাকা ইপিজেড) মো. আব্দুস সোবহান এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি