নারীদের জন্য 'নীরা' চালু করল প্রাইম ব্যাংক

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রাইম ব্যাংক সমাজের সকল ক্ষেত্রে নারীর আর্থিক স্বাধীনতা, সামাজিক অগ্রগতি ও সুস্থতা অর্জনে সহায়তা করার প্রতিশ্রম্নতি দিয়ে নারীকেন্দ্রিক অনন্য উদ্যোগ-'নীরা' চালু করেছে। এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারীরা। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে রাখছে গুরুত্বপূর্ণ অবদান। নারীর এ অন্যান্য অবদানকে নীরা মূল্যায়ন করে। নীরা মনে করে, নারীর মেধা ও মনন বিকাশ এবং স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার জন্য তাদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। নীরার প্রধান লক্ষ্য হচ্ছে সমাজের যেসব নারী এখনও ব্যাংকিং সুবিধার বাইরে আছেন, যেমন, গৃহিনী, তাদের ব্যাংকিংয়ের আওতায় নিয়ে আসা। বয়স, পেশা, আয়, সামাজিক অবস্থান, শহর বা গ্রামের নির্বিশেষে সর্বস্তরের বিশেষ করে পিছিয়ে পড়া নারীদের অর্থনীতির মূলস্রোতে সংশ্লিষ্ট করতে কাজ করবে নীরা। আগে কখনো ব্যাংকিং করেননি এমন নারীদেরও আধুনিক ব্যাংকিং সেবা দেবে নীরা। বন্ধুর মত পাশে থাকবে নিজের পায়ে দাঁড়ানো, সত্যিকারের স্বাধীনতা ও আত্মমর্যাদা অর্জনের নিরন্তর প্রচেষ্টায়। বিজ্ঞপ্তি