সৈয়দ শাহ্‌রিয়ার আহ্‌সান সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সৈয়দ শাহ্‌রিয়ার আহ্‌সানকে সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদে আগামী ৩০শে সেপ্টেম্বর ২০২০ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ২(দুই) বছর মেয়াদে পুনঃনিয়োগ প্রদান করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টারস এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। গত ৩৫ বছর ধরে বীমা শিল্পে দায়িত্ব পালন করে বিশেষায়িত দায়গ্রহণ, পুনঃবীমা, হিসাব বিভাগ, দাবীতে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। সৈয়দ শাহ্‌রিয়ার আহ্‌সান বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), বাংলাদেশ ইন্সু্যরেন্স এসোসিয়েশন এবং বাংলাদেশ ইন্সু্যরেন্স একাডেমির বিভিন্ন কমিটির সদস্য হিসেবে বিমা শিল্পের উন্নয়নে অবদান রেখেছেন। জনাব আহ্‌সান দেশে এবং বিদেশে বিমা এবং পুনঃবীমা সম্পর্কিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্স এবং সেমিনারে অংশ নিয়েছেন। বীমা শিল্পের সাথে দীর্ঘ সময় সম্পৃক্ত থাকার কারনে তিনি পুনঃবীমাকারী এবং ব্রোকারদের সাথে সুদৃঢ় বন্ধন গড়ে তুলতে সক্ষম হয়েছেন। তিনি সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ও এ্যারোমা টি (বিডি) লিমিটেড এর পরিচালক এবং এশিয়ান রি-ইন্সু্যরেন্স কর্পোরেশন এর কাউন্সিল মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি