চট্টগ্রামে রূপায়ণের প্রকল্প হস্তান্তর

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বন্দর নগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র কাতালগঞ্জ আবাসিক এলাকার ২ নম্বর সড়কে (প্রেসিডেন্সি স্কুলের বিপরীতে) নির্মিত 'রূপায়ণ ডা. এ সোবহান টাওয়ার'-এর মালিকানা ক্রেতাদের কাছে হস্তান্তর করেছে দেশের অন্যতম আবাসন ব্যবসা প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড। গত বৃহস্পতিবার রাতে রূপায়ণ গ্রম্নপের উদ্যোগে নগরীর চার তারকা হোটেল 'ওয়েলপার্ক'-এ আয়োজিত এক অনুষ্ঠানে রূপায়ন ডা. সোবহান টাওয়ার প্রকল্পের ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের কাছে আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাটের মালিকানা হস্তান্তর করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমান দেওয়ান। প্রকল্প হস্তান্তর অনুষ্ঠানে রূপায়ণ গ্রম্নপের জেনারেল ম্যানেজার (কাস্টমার সার্ভিস) মো. সাইফুল ইসলাম, জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড মিডিয়া) মো. শওকত আহমেদ, রূপায়ন ডা. সোবহান টাওয়ার প্রকল্পের ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর ডা. মো. নুরুন্নবী, সেক্রেটারি ডা. নাসরীন বানু বক্তব্য রাখেন। এ সময় রূপায়ণ গ্রম্নপের ঢাকা ও চট্টগ্রামের কর্মকর্তা ও রূপায়ণ ডা. এ সোবহান টাওয়ারের ল্যান্ড ওনার ও ফ্ল্যাট মালিকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি