টানা ১১ বারের মতো সুদহার কর্তন মেক্সিকোর

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ফের সুদহার কমিয়েছে মেক্সিকোর কেন্দ্রীয় ব্যাংক। বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের প্রভাব থেকে অর্থনীতিকে রক্ষায় এ নিয়ে টানা ১১ বার সুদহার কমাল ব্যাংকটি। দ্য ব্যাংক অব মেক্সিকো এবার আন্তঃব্যাংক রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৪ দশমিক ২৫ শতাংশে নামিয়ে এনেছে। খবর এএফপি। ব্যাংক অব মেক্সিকো জানায়, বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। একই সঙ্গে অর্থনৈতিক পতনের ঝুঁকি থেকেই যাচ্ছে। তবে আশার কথা হলো, করোনার কারণে যে তীব্র সংকট সৃষ্টি হয়েছিল, অর্থনীতি তা থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। মেক্সিকোর অর্থনীতি পুরো লাতিন আমেরিকার মধ্যে দ্বিতীয় বৃহত্তম। কিন্তু করোনার প্রভাবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এর আগের প্রান্তিক থেকে এ অর্থনীতির সংকোচন হয় রেকর্ড ১৭ দশমিক ১ শতাংশ। গত মাসে কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করেছিল যে, করোনা পরিস্থিতির আরো অবনমন হলে সব মিলিয়ে ২০২০ সালে মেক্সিকোর অর্থনীতি ১২ দশমিক ৮ শতাংশ সংকোচনের ঝুঁকিতে রয়েছে।