আলিবাবার ‘পদ ছাড়ছেন’ জ্যাক মা

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
জ্যাক মা
চীনের অন্যতম শীষর্ ধনী আলিবাবার ই-কমাসর্ সাম্রাজ্যের নিবার্হী চেয়ারম্যান জ্যাক মা সোমবার তার পদ ছাড়বেন। তবে শীষর্ নিবার্হীর পদ ছাড়লেও তিনি আলিবাবার পরিচালনা পরিষদে থাকবেন বলেও জানিয়েছেন। একইসঙ্গে পদ ছাড়ার পর তিনি ‘শিক্ষায় মানবসেবার লক্ষে’ নিজেকে সপে দেবেন। খবর বিবিসি। ১৯৯৯ সালে আলিবাবার যাত্রা শুরুর সময়ই কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন জ্যাক মা। আলিবাবায় আছে বিশ্বের শক্তিশালী ব্যবস্থাপনা টিমগুলোর একটি। ধারণা করা হয়, জ্যাক মা অবসরে যাওয়ার পরও কোম্পানির উচ্চপযাের্য়র কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে তার ভ‚মিকা থাকবে। আলিবাবার বাজার মূল্য এখন ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি। অনলাইন বিপণন, ক্লাউড কম্পিউটিং ও প্রযুক্তি খাতের পাশাপাশি চলচ্চিত্র নিমাের্ণও কোম্পানিটির বিনিয়োগ আছে। নিউইয়কর্ টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক ইংরেজি শিক্ষক জ্যাক মা বলেছেন, অবসরে যাওয়া মানে যুগের ‘শেষ নয়, শুরু’। আগামী সোমবার ৫৪ বছরে পা দিতে যাওয়া মা-র বতর্মান সম্পদ ৪০ বিলিয়ন ডলার, যা তাকে চীনের তৃতীয় শীষর্ ধনীতে পরিণত করেছে বলে গত বছর প্রকাশিত এক তালিকায় ফোবর্স জানিয়েছিল। মাইক্রোসফটের বিল গেটসের অনুসরণে একটি ব্যক্তিগত দাতব্য সংস্থা বানাতে চান বলে গত সপ্তাহে বøুমবাগর্ টেলিভিশনকে বলেছিলেন জ্যাক মা। তিনি বলেন, বিল গেটসের কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি। তার মত এত ধনী কখনোই হতে পারব না; কিন্তু একটা জিনিস পারবো, আগেভাগে অবসরে যাওয়া। কোনো একদিন, দ্রæতই শিক্ষকতা পেশায় ফিরে যাওয়ার চিন্তা করছি আমি। এটা এমন কিছু, আলিবাবার প্রধান নিবার্হীর চেয়েও যেটা আমি ভাল পারি।