ড্রাগন সোয়েটারের লেনদেন আজ

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
আজ রোববার ৯ সেপ্টেম্বর থেকে মূল মাকেের্ট লেনদেন হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের শেয়ার। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছে। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ১৬ আগস্ট ড্রাগন সোয়েটারসহ ৫ কোম্পানি শেয়ার লেনদেনের জন্য স্পট মাকেের্ট পাঠায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। জানা গেছে, ড্রাগন সোয়েটারের কপোের্রট ডিসক্লোজার ও অন্যান্য বিষয় পযের্বক্ষণে সন্তোষজনক পরিবতর্ন দেখা গেছে। আর এ কারণে বিনিয়োগকারী ও পুঁজিবাজারের স্বাথের্ কোম্পানিটিকে স্পট মাকের্ট থেকে মূল মাকেের্ট ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাই গত ১৬ আগস্ট স্পট মাকেের্ট পাঠানো ড্রাগন সোয়েটারকে মূল মাকেের্ট ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আজ রোববার থেকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মূল মাকেের্ট কোম্পানির লেনদেন শুরু হবে। তাছাড়া কোম্পানির শেয়ার লেনদেনের অন্যান্য সুযোগ-সুবিধা বতর্মান নিয়মানুযায়ী চলবে বলে জানিয়েছে কমিশন।