সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
সাপ্তাহিক লুজারের শীর্ষে সাভার রিফ্যাক্টরিজ যাযাদি রিপোর্ট সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে সাভার রিফ্যাক্ট্ররিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৮.২৩ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়। তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩ কোটি ৯১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬০ লাখ ১৮ হাজার টাকা। লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৩ দশমিক ১৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২০ কোটি ৮৪ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ১৬ লাখ ৮৪ হাজার টাকা। মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১২.০৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৩ লাখ ৩২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ লাখ ৬৬ হাজার টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- উসমানিয়া গস্নাস শিট ফ্যাক্টরি, ইভিন্স টেক্সটাইল, দুলামিয়া কটন স্পিনিং মিলস, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স, হামিদ ফেব্রিক্স ও অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সাপ্তাহিক লেনদেনের শীর্ষে কন্টিনেন্টাল ইন্সু্যরেন্স যাযাদি রিপোর্ট সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে কন্টিনেন্টাল ইন্সু্যরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৪৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ৬১ লাখ ৪৭ হাজার ৮৫৩টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ১৫ লাখ ১ হাজার ৯২০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ১৩৩ কোটি ২৬ লাখ টাকা। রিপাবলিক ইন্সু্যরেন্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ২৯ লাখ ৫ হাজার ১৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ১১৬ কোটি ১৮ লাখ টাকা। লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সু্যরেন্স, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, ব্রাক ব্যাংক, রূপালী ইন্সু্যরেন্স, প্রভাতী ইন্সু্যরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি ও গেস্নাবাল ইন্সু্যরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসইতে পিই রেশিও কমেছে যাযাদি রিপোর্ট সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও কমেছে দশমিক ১৩ পয়েন্ট বা দশমিক ৯৬ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৩ দশমিক ৩৮ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৩ দশমিক ৫১ পয়েন্ট। খাতভিত্তিক হিসেবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৮ দশমিক ৩ পয়েন্টে, সিমেন্ট খাতে ২৬ দশমিক ৬ পয়েন্টে, সিরামিক খাতে ১৬৩ দশমিক ৫ পয়েন্টে, প্রকৌশল খাতে ২০ দশমিক ৭ পয়েন্টে, আর্থিক খাতে ৩৮.২ পয়েন্টে, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১৮ পয়েন্টে, জ্বালানি ও বিদু্যৎ খাতে ১৩ দশমিক ১ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ২২ দশমিক ২ পয়েন্ট, তথ্য ও প্রযুক্তি খাতে ১৯ দশমিক ৭ পয়েন্ট, পাট খাতে পিই রেশিও ৫৬ দশমিক ৯ পয়েন্ট, জীবন বিমা খাতে ৩৬৫.১ পয়েন্ট, বিবিধ খাতে ৪০.৮ পয়েন্ট, মিউচু্যয়াল ফান্ড খাতে ৯১.৬ পয়েন্ট, পেপার ?ও প্রিন্টিং খাতে ৫১ দশমিক ৮ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতে ১৭.৩ পয়েন্ট, সেবা ও আবাসন খাতে ১৫ দশমিক ৮ পয়েন্ট, ট্যানারি খাতের ৯৩ পয়েন্ট, টেলিকমিনেকেশন খাতে ১২ দশমিক ৮ পয়েন্ট, বস্ত্র খাতের ১৮ পয়েন্ট এবং ভ্রমণ ও অবকাশ খাতে ২৮ দশমিক ২ পয়েন্ট অবস্থান করছে। পুঁজিবাজারে বন্ড ছাড়বে ডাচ্‌-বাংলা ব্যাংক যাযাদি রিপোর্ট বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে পাঁচশত কোটি টাকা উত্তোলন করবে প্রতিষ্ঠান ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি নন-করভারটেবল বন্ড ইসু্যর মাধ্যমে বাজার থেকে এই অর্থ সংগ্রহ করবে। বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। বৈশিষ্ট্য হচ্ছে আনসিকিউরড, নন-কনভার্টেবল, সাবঅর্ডিনেটেড বন্ড। শনিবার অনুষ্ঠিত ব্যাংকের ২২৮তম পর্ষদ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোম্পানি জানায়, ব্যাংকটি প্রাইভেট পেস্নসমেন্টের মাধ্যমে ৭ বছরের জন্য বন্ডটি ইসু্য করা হবে। ব্যাংকটি মূলধন বৃদ্ধি (টায়ার-টু) ব্যাসেল থ্রি শর্ত পূরণের জন্য এই বন্ড ইসু্য করা হবে। তবে সবকিছু নির্ভর করছে নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদনের উপর। বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন পেলেই বন্ডের মাধ্যমে টাকা সংগ্রহ করবে ব্যাংকটি।