ওমেন ই-কমার্স এন্টারপ্রেনারশিপ সামিট ২০২০ উদ্বোধন

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
নারী উদ্যোক্তাদের সংগঠন 'উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই)'-এর আয়োজনে ২৪ ও ২৫ অক্টোবর দুদিনব্যাপী অনলাইনে 'ওমেন ই-কমার্স এন্টারপ্রেনারশিপ সামিট ২০২০'-এর উদ্বোধন গতকাল অনুষ্ঠিত হয়েছে। বিনামূল্যে দেশ এবং বিদেশের গুণীজনদের উদ্যোক্তাদের সামনে হাজির করা, যার মাধ্যমে দেশীয় পণ্যের এক বড় প্রচারণা করার চেষ্টা করছেন এক মিলিয়ন গ্রম্নপ সদস্যের এই সংগঠন। ২৪ অক্টোবর দুপুরে উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমীন চৌধুরী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি। উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে ভারতীয় নবনিযুক্ত রাষ্ট্রদূত বিক্রম কে দোরাইস্বামী, ইউকেতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সৈয়দা মুনিয়া তাসনীম অনলাইনে যুক্ত হয়েছিলেন। এসময় উই সভাপতি নাসিমা আক্তার নিশা, এসবি টেক ভেঞ্চারস-এর সিইও সোনিয়া বশির কবির, ওমেন ই-কমার্স এন্টারপ্রেনারশিপ সামিটের সহ-আয়োজক বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু, সিল্ক গেস্নাবাল-এর সিইও সৌম্য বসু উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি