ছয়টি আপগ্রেডেড ফিচারসহ 'স্পার্ক-৬' নিয়ে এলো টেকনো

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
আগের স্মার্টফোনগুলোর ব্যাপক সাফল্যের পর স্পার্ক সিরিজের আরেক চমক 'স্পার্ক-৬' নিয়ে হাজির হলো টেকনো মোবাইল। সর্বোচ্চ মানের ছয়টি আপগ্রেডেড ফিচারসহ বাংলাদেশের বাজারে আসা নতুন এ স্মার্টফোনটির দাম ক্রেতাদের নাগালের মধ্যেই রাখা হয়েছে। স্পার্ক ৬ ফোনটিতে একটি অনন্য ক্ষমতাধর হেলিও জি৭০ অক্টা-কোর চিপসেট, ৫০০০ এমএএইচ বিশাল ব্যাটারি, ৬.৮ ইঞ্চির একটি এইচডি+ডট-ইন আকর্ষনীয় বড় ডিসপেস্ন, এআই প্রযুক্তির ১৬ মেগাপিঙ্লে প্রাইমারি ক্যামেরার সাথে আরো তিনটি ক্যামেরা, অডিও এবং সফটওয়্যার ফিচার রয়েছে। দুটি নজরকাড়া ওশান বস্নম্ন ও কমেট বস্নাক রঙে আসা টেকনো 'স্পার্ক-৬' বাংলাদেশের বাজারে মাত্র ১৩,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। বাংলাদেশের বাজারে আসা নতুন এই স্পার্ক ৬ মোবাইলে রয়েছে হেলিও জি৭০ গেমিং প্রসেসর যা গেম প্রেমীদের সব চাহিদা পূরণ করবে। টেকনোর আগের ফোনগুলো থেকে এক্সটারনাল ও ইন্টারনাল ফিচারের ক্ষেত্রে আমূল পরিবর্তন আনা স্পার্ক ৬ ফোনটির ৬.৮ ইঞ্চির এইচডি+ডট-ইন আকর্ষণীয় বড় ডিসপেস্ন ব্যবহারকারীদের ভিউইংয়ের ক্ষেত্রে অকল্পনীয় অভিজ্ঞতা দিবে। স্মার্টফোনটিতে থাকা বস্নম্নটুথ অডিও শেয়ার ফিচারের মাধ্যমে একসাথে তিনটি বস্নম্নটুথ ডিভাইসকে যুক্ত করতে পারবে। স্পার্ক ৬ স্মার্ট ফোনটিতে রয়েছে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি সমৃদ্ধ কোয়াড রিয়ার ক্যামেরা এবং তাতে ১৬এমপি মেইন ক্যামেরা + ২এমপি ম্যাক্রো + ২এমপি ডেপথ + কোয়াড-এলইডি ফ্ল্যাশসহ এআই লেন্স রয়েছে। সেলফি তোলার জন্য সামনে ডুয়েল-এলইডি ফ্ল্যাশসহ ৮এমপি ওয়াইড সেন্সর রয়েছে। বিজ্ঞপ্তি