যমুনা ব্যাংকের নতুন উপ ব্যবস্থাপনা পরিচালক

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
মো. ফজলুর রহমান চৌধুরী ২২ অক্টোবর যমুনা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী মো. ফজলুর রহমান চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরে রহমান রহমান হকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে নিবন্ধিত হন। বিগত ২৫ বছর ধরে চৌধুরী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করপোরেট ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজমেন্ট এবং ব্রাঞ্চ ব্যাংকিং পরিচালনা করে আসছেন। ১৯৯৫ সালে তিনি ইস্টার্ন ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে ব্যাকিং কর্মজীবন শুরু করেন। যমুনা ব্যাংকে যোগদানের আগে তিনি ওয়ান ব্যাংকের অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও কর্মরত ছিলেন। তার ব্যাংক ম্যানেজমেন্টের ওপর দেশ ও বিদেশে প্রচুর প্রশিক্ষণ গ্রহণ করার পাশাপাশি ব্যাংকিং অপারেশনস ও পরিচালন বিষয়ে সুবিশাল অভিজ্ঞতা রয়েছে। বিজ্ঞপ্তি