মেঘনা সিমেন্টের লভ্যাংশ ঘোষণা

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট লিমিটেডের পরিচালনা পষর্দ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে এ লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬২ পয়সা। এ সময় শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য দঁাড়িয়েছে ৩৮ টাকা ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছিল ২ টাকা ৯১ পয়সা এবং শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছিল ৩৬ টাকা ৭১ পয়সা। আগামী ৩১ অক্টোবর সকাল ১০টায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে কোম্পানির বাষির্ক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। লভ্যাংশ-সংক্রান্ত রেকডর্ ডেট আগামী ৪ অক্টোবর নিধার্রণ করা হয়েছে।