ছয় দশকে সর্বোচ্চ ধারের রেকর্ড যুক্তরাজ্যের

প্রকাশ | ২৪ নভেম্বর ২০২০, ০০:০০

ম যাযাদি ডেস্ক
অবশ্য সেপ্টেম্বর ও অক্টোবরে যুক্তরাজ্যের ঋণের পরিমাণ বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে কিছুটা কমই ছিল। অক্টোবরে ব্রিটেনকে ২ হাজার ২৩০ কোটি পাউন্ড ঋণ করতে হতে পারে বলে ধারণা করেছিলেন অর্থনীতিবিদরা। তবে বাস্তবে এর পরিমাণ কিছুটা কমই ছিল। সেপ্টেম্বরেও প্রত্যাশিত মাত্রার চেয়ে কম ঋণ করেছে যুক্তরাজ্য। তবে সব মিলিয়ে সাত মাসে মোট ঋণের পরিমাণ ছয় দশকের সর্বোচ্চের প্রায় কাছাকাছিতে উন্নীত হয়েছে। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে রেকর্ড ২১ হাজার ৫০০ কোটি পাউন্ড ঋণ করেছে যুক্তরাজ্য। পুরো অর্থবছরের জন্য মোট ৪০ হাজার কোটি পাউন্ডের ঋণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ব্রিটিশ সরকার। বাকি পাঁচ মাসে মোট ঋণের পরিমাণ নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে সীমিত রাখাটা বরিস জনসন প্রশাসনের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমন এক সময়ে এ তথ্য প্রকাশ করা হলো, যখন ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক আগামী অর্থবছরের জন্য নতুন ব্যয় পরিকল্পনা সাজাচ্ছেন। খবর রয়টার্স। চলতি অর্থবছরে যে ৪০ হাজার কোটি পাউন্ড ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে ব্রিটিশ সরকার, তা দেশটির অর্থনীতির আকারের অনুপাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ। এদিকে অক্টোবরে যুক্তরাজ্যের খুচরা বিক্রি সেপ্টেম্বরের তুলনায় ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। আগের বছরের একই সময়ের চেয়ে তা ৫ দশমিক ৮ শতাংশ বেশি। শুক্রবার প্রকাশিত এক সরকারি উপাত্তে এমন চিত্র দেখা গেছে। তবে করোনার দ্বিতীয় জোয়ার প্রতিরোধে আরোপিত নতুন দফার লকডাউনের কারণে দেশটিতে অনেক দোকানই বন্ধ রয়েছে। ফলে চলতি মাসে ব্রিটেনের খুচরা বিক্রি কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২৫ নভেম্বর ঋণসংক্রান্ত নতুন পূর্বাভাস প্রকাশ করবে অফিস ফর বাজেট রেসপনসিবিলিটি। এ সময়ে আগামী অর্থবছরের জন্য নতুন ব্যয় পরিকল্পনারও ঘোষণা দেবেন অর্থমন্ত্রী ঋষি সুনাক। এক বিবৃতিতে সুনাক বলেছেন, 'একটা বিষয় পরিষ্কার যে সময়ের সঙ্গে সঙ্গে সরকারি ব্যয় যেন টেকসই গতিপথে অগ্রসর হয়, তা আমাদের নিশ্চিত করতে হবে।' ব্রিটিশ সরকার এরই মধ্যে ঘোষণা দিয়েছে, স্নায়ুযুদ্ধের পর সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় বৃদ্ধির অনুমোদন দিতে যাচ্ছে তারা। এদিকে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, শিক্ষক ও পুলিশের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছেন ঋষি সুনাক। এছাড়া বৈদেশিক সহায়তা ব্যয় জিডিপির দশমিক ৭ শতাংশের মধ্যে সীমিত রাখা হবে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস জানিয়েছে, অক্টোবরে যুক্তরাজ্যের সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৮ হাজার কোটি পাউন্ড, যা দেশটির বার্ষিক অর্থনৈতিক উৎপাদনের ১০০ দশমিক ৮ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ১০১ দশমিক ২ শতাংশ, যা ১৯৬০-৬১ অর্থবছরের পর সর্বোচ্চ।