গ্রিনল্যান্ডের প্রশিক্ষণ গ্রহণ করে চাকরি নিয়ে জাপান যাচ্ছে বাংলাদেশিরা

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
সম্প্রতি টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগামের (টিআইটিপি) অধীনে গ্রিনল্যান্ড গ্রম্নপের সহযোগী প্রতিষ্ঠান গ্রিনল্যান্ড ট্রেনিং সেন্টার লিমিটেডে দক্ষ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ থেকে সর্বপ্রথম তিনজন প্রশিক্ষণার্থী অ্যামপস্নয়মেন্ট ভিসা নিয়ে জাপানের উদ্দেশে গমন উপলক্ষে ২৭ নভেম্বর আমুলিয়া মডেল টাউনে (ডেমরা) অবস্থিত গ্রিনল্যান্ড ট্রেনিং সেন্টারের জাপানি ভাষা প্রশিক্ষণ কেন্দ্রে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাউকি, সফল প্রশিক্ষণার্থীদের হাতে বহির্গমন টিকিট ও স্মার্টকার্ড তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুস সালেহিন, অতিরিক্ত সচিব ও ডাইরেক্টর জেনারেল (বিএমইটি) মো. শামছুল আলম, যুগ্ম সচিব মোসা. নাসরীন জাহান ও স্থানীয় কাউন্সিলর আতিকুর রহমান। সভাপতিত্ব করেন গ্রিনল্যান্ড গ্রম্নপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হাই। বিজ্ঞপ্তি