কারণ ছাড়াই বাড়ছে বাংলাদেশ ল্যাম্পের শেয়ার দাম

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ল্যাম্পের শেয়ার দাম এক মাস ধরে টানা বেড়েই চলেছে। প্রতিষ্ঠানটির শেয়ারের এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। শেয়ারের দাম বাড়ার কারণ জানাতে ৩০ নভেম্বর কোম্পানিটিকে নোটিশ পাঠায় ডিএসই। জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে শেয়ারের দাম বাড়ার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। এ জন্য মঙ্গলবার ১ ডিসেম্বর ডিএসই থেকে বিনিয়োগকারীদের সতর্ক করে জানানো হয়েছে, বাংলাদেশ ল্যাম্পের শেয়ারের দাম কারণ ছাড়াই অস্বাভাবিক বেড়েছে।