বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের বিক্রেতা উধাও

যাযাদি রিপোর্ট
  ০৩ ডিসেম্বর ২০২০, ০০:০০

শেয়ারবাজারে লেনদেন শুরুর ৫ মিনিটের মধ্যে শেয়ার দাম সর্বোচ্চ বেড়ে হল্টেড হয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং। দাম বাড়ার সর্বোচ্চসীমা স্পর্শ করলেও যাদের কাছে কোম্পানিটির শেয়ার আছে তাদের কেউ বিক্রি করতে রাজি হচ্ছেন না। ফলে কোম্পানিটির শেয়ার বিক্রেতা উধাও হয়ে গেছে।

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করা ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের শেয়ার বুধবার থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু করে। শুরুতে ১৩ টাকা করে কোম্পানিটির ২৫ হাজার ১০৩টি শেয়ারের কেনার প্রস্তাব আসে। তবে কেউ এ দামে বিক্রি করতে রাজি হননি।

এরপর ১৩ টাকা ৫০ পয়সা, ১৪ টাকা, ১৪ টাকা ১০ পয়সা, ১৪ টাকা ২০ পয়সা, ১৪ টাকা ৫০ পয়সা, ১৪ টাকা ৬০ পয়সা, ১৪ টাকা ৮০ পয়সা, ১৪ টাকা ৯০ পয়সা এভাবে বেড়ে সর্বশেষ ১৫ টাকা করে ৫ কোটি ৬৬ লাখ ৫৮ হাজার ২৩৫টি শেয়ার কেনার প্রস্তাব আসে।

এতেই দাম বাড়ার সর্বোচ্চসীমা স্পর্শ করে। তবে এরপরও কোনো বিনিয়োগকারী তাদের কাছে থাকা কোম্পানিটির শেয়ার বিক্রি করতে রাজি হননি। ফলে ক্রেতা থাকলেও শেয়ারের বিক্রেতা শূন্য হয়ে পড়ে।

নিয়ম অনুযায়ী, শেয়ারবাজারে একটি কোম্পানি তালিকাভুক্ত হওয়ার পর লেনদেনের প্রথমদিন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত দাম কমতে বা বাড়তে পারবে। সে কারণে আইপিওতে ১০ টাকা করে বিক্রি হওয়া ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের শেয়ার দাম সর্বোচ্চ ১৫ টাকা পর্যন্ত উঠার সুযোগ ছিল। ফলে ১৫ টাকার ওপরে কোন বিনিয়োগকারী শেয়ার কেনার প্রস্তাব দিতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে