বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তৃতীয় প্রান্তিকে কানাডার রেকর্ড ৪০.১% প্রবৃদ্ধি

যাযাদি ডেস্ক
  ০৪ ডিসেম্বর ২০২০, ০০:০০

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কানাডার প্রবৃদ্ধি হয়েছে রেকর্ড ৪০ দশমিক ১ শতাংশ। নভেল করোনাভাইরাস মহামারির ধাক্কা থেকে কানাডা যে ঘুরে দাঁড়াচ্ছে, মঙ্গলবার প্রকাশিত দেশটির পরিসংখ্যান সংস্থার উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর এএফপি।

আবাসন খাতে বিনিয়োগ, খানা ব্যয় বৃদ্ধি এবং প্রধান বাণিজ্য অংশীদার দেশগুলোয় রপ্তানি বৃদ্ধিতে গত প্রান্তিকে এ চাঙ্গা ভাব দেখা গেছে। উলেস্নখ্য, এর আগের প্রান্তিকে ৩৮ শতাংশ সংকোচনের মধ্য দিয়ে গিয়েছিল উত্তর আমেরিকার অর্থনীতিটি।

গত কয়েক সপ্তাহে অনেক দেশে সংক্রমণ বৃদ্ধিতে চলতি প্রান্তিকে এ প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব কিনা, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এক গবেষণা প্রতিবেদনে সিআইবিসির বিশ্লেষক রয়েস ম্যান্ডেজ বলেন, তৃতীয় প্রান্তিকে প্রত্যাশিত আরোগ্য লাভ করেনি কানাডার অর্থনীতি। তবে মহামারির চূড়ান্ত সময়ে যে বিপর্যয় নেমে এসেছিল, তার চেয়ে উপাত্ত বেশ আশাব্যঞ্জক। এক বিবৃতিতে স্ট্যাটিস্টিকস কানাডা জানায়, প্রান্তিকওয়ারি কানাডার প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৮ দশমিক ৯ শতাংশ। প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে দেশটির অর্থনীতি সংকুচিত হয়েছিল যথাক্রমে ১ দশমিক ৯ শতাংশ ও ১১ দশমিক ৩ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে