চার গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কৃষি সম্প্রসারণের চুক্তি

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
বৈজ্ঞানিক ও কারিগরি সহায়তার লক্ষ্যে গবেষণা প্রতিষ্ঠান বিএআরআই, বিআরআরআই, বিজেআরআই ও বিএসআরআইয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানরা। স্মারক অনুযায়ী বিএআরআইয়ের মাধ্যমে ভুট্টা, আলু, বিআরআরআইয়ের মাধ্যমে আউশ ধান, বিজেআরআইয়ের মাধ্যমে পাট এবং বিএসআরআইয়ের মাধ্যমে ইক্ষুর সিমুলেশন মডেল তৈরি করা হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রকল্পের মাধ্যমে গবেষণা প্রতিষ্ঠানগুলোকে আথির্ক সহায়তা দেবে। বিজ্ঞপ্তি