সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
‘বিশ্ব ওজোন দিবস’ উপলক্ষে ওয়ালটনের সেমিনার বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য উৎপাদনে গুরুত্বারোপ যাযাদি রিপোটর্ ওজোন স্তরের ক্ষয়রোধ এবং বৈশ্বিক জলবায়ুর উষ্ণতা নিয়ন্ত্রণে বিদ্যুৎ সাশ্রয়ী ইনভাটার্র প্রযুক্তির পণ্য উৎপাদন ও ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেছেন পরিবেশবাদী বিশেষজ্ঞরা। শনিবার রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘ওজোন স্তর এবং বাংলাদেশ’ শীষর্ক বিশেষ সেমিনারে এই পরামশর্ দেন বক্তারা। ‘বিশ্ব ওজোন দিবস’ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবতর্ন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. সুলতান আহমেদের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ওয়ালটন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এসএম মাহবুবুল আলম। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবতর্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এসএম মঞ্জুরুল হান্নান খান, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী সারোয়ার ইমতিয়াজ হাশমী, ইউএনডিপির প্রতিনিধি মো. আরিফ ফয়সাল এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এমএএ শওকত চৌধুরী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নিবার্হী কমর্কতার্ আশরাফুল আম্বিয়া। সঞ্চালক ছিলেন ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম। প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী বলেন, ওজোন স্তর রক্ষা এবং বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে যথাযথ সময়মতো পদক্ষেপ নিতে না পারলে পৃথিবীকে রক্ষা করা সম্ভব হবে না। এক্ষেত্রে তিনি বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য উৎপাদনের পাশাপাশি জনসাধারণের মধ্যে এসব পণ্য ব্যবহারের প্রতি সচেতনতা তৈরির পরামশর্ দেন। স্বাগত বক্তব্যে ওয়ালটন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এসএম মাহবুবুল আলম জানান, ওয়ালটন অনেক আগে থেকেই ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভাটার্র প্রযুক্তির ফ্রিজ, এসি তৈরি করছে। ইউএনডিপির প্রতিনিধি মো. আরিফ ফয়সাল বলেন, ওজোন স্তরের ক্ষয়রোধ এবং বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে শুধুমাত্র বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য উৎপাদন করাই যথেষ্ট নয়; এজন্য ব্যবহারকারীদের মাঝেও এসব পণ্য ব্যবাহরের প্রতি সচেতনতা তৈরি করতে হবে। চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম যাযাদি রিপোটর্ পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বাষির্ক সাধারণ সভা (এজিএম) ও একটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। গত ডিসেম্বর মাসে এসব কোম্পানির হিসাব বছর শেষ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, আথির্ক খাতের প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সাভিের্সস লিমিটেড আগামী ১৮ সেপ্টেম্বর এজিএম তারিখ নিধার্রণ করেছে। এদিন রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন সেন্টারে সকাল সাড়ে ৯ টায় এ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভ্যাংশ দেয়নি। গত ৭ আগস্ট ছিল কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত রেকডর্ ডেট। আগামী ১৯ সেপ্টেম্বর এজিএম তারিখ নিধার্রণ করেছে বিমা খাতের সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।ওই দিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁও ট্রাস্ট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। লভ্যাংশ সংক্রান্ত রেকডর্ ডেট গত ২৮ আগস্ট নিধাির্রত ছিল। এদিকে, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড আগামী ১৯ সেপ্টেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) তারিখ নিধার্রণ করেছে। ইজিএম সংক্রান্ত রেকডর্ ডেট গত ২৭ আগস্ট নিধাির্রত ছিল।