ডিএসইতে টানর্ওভার বেড়েছে ৪৭.৫৬%

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ব্যবধানে টানর্ওভার বেড়েছে ৪৭ দশমিক ৫৬ শতাংশ। আলোচ্য সময়ে সবচেয়ে বেশি বেড়েছে ‘এ’ ক্যাটাগরি কোম্পানির শেয়ারের টানর্ওভার। পাশাপাশি অন্যান্য ক্যাটাগরির শেয়ারের টানর্ওভারও সামান্য বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গেল সপ্তাহে ডিএসইতে মোট ৪ হাজার ৫০৬ কোটি ৩১ লাখ ৪৪ হাজার টাকা টানর্ওভার হয়েছে। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ৩ হাজার ৫৩ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে টানর্ওভার বেড়েছে ১ হাজার ৪৫২ কোটি ৪৩ লাখ ৭৫ হাজার টাকা। এদিকে, মোট টানর্ওভারের মধ্যে ‘এ’ ক্যাটাগরি কোম্পানির হয়েছে ৯৩ দশমিক ১৩ শতাংশ। গেল সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির ৪ হাজার ১৯৬ কোটি ৫২ লাখ ২৬ হাজার টাকার শেয়ার টানর্ওভার হয়েছে, আগে সপ্তাহের যার পরিমাণ ছিল ২ হাজার ৮২৭ কোটি ৫৪ লাখ ১৫ হাজার টাকা। এক সপ্তাহে আলোচ্য ক্যাটাগরির টানর্ওভার বেড়েছে ১ হাজার ৩৬৮ কোটি ৯৮ লাখ ১১ হাজার টাকা। গেল সপ্তাহে মোট টানর্ওভারে ‘বি’ ক্যাটাগরির অংশগ্রহণ ছিল ২ দশমিক ৭৩ শতাংশ, ‘এন’ ২ দশমিক ৮১ শতাংশ, ‘জেড’ ক্যাটাগরির ১ দশমিক ৩৩ শতাংশ। উল্লেখ্য, বাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানি নিয়মিত বাষির্ক সাধারন সভা (এজিএম) করে এবং শেয়ার হোল্ডারদের জন্য ন্যূনতম ১০ শতাংশ বা তার চেয়ে অধিক লভ্যাংশ দেয় সেসব প্রতিষ্ঠান ‘এ’ ক্যাটাগরির অন্তভুর্ক্ত। তাছাড়া যেসব কোম্পানি নিয়মিত এজিএম করে কিন্তু ১০ শতাংশের কম লভ্যাংশ দেয় সেগুলো ‘বি’ ক্যাটাগরিতে অন্তভুর্ক্ত। অপরদিকে যেসব কোম্পানি নিয়মিত এজিএম করে না, লভ্যাংশ দিতে ব্যথর্, লোকসানে পড়েছে, উৎপাদন বন্ধ সেসব প্রতিষ্ঠান ‘জেড’ ক্যাটাগরিতে এবং নতুন তালিকাভুক্ত কোম্পানি ‘এন’ ক্যাটাগরির অন্তভুর্ক্ত। লেনদেনের শীষের্ অ্যাক্টিভ ফাইন যাযাদি রিপোটর্ বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীষের্ রয়েছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১৪ দশমিক ৫৭ শতাংশ দর বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৮ কোটি ১৩ লাখ ৬ হাজার ৬৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬৭ কোটি ২৩ লাখ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ৮৩ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩১৪ কোটি ৯৭ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিবিএস ক্যাবলস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির এক কোটি ৪৭ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ১৯২ কোটি ৩১ লাখ টাকা। লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইফাদ অটোস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, শাশা ডেনিমস, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, সামিট পাওয়ার, কনফিডেন্স সিমেন্ট ও ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।